শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ভাংবাড়ীয়ায় ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন
  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাঁটুভাঙ্গা আমতৈলপাড়া ২ নম্বর ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মহিলা দলের ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাটবোয়ালিয়া হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে মুঞ্জরা খাতুনকে সভাপতি এবং রোজিনা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকন। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি ও সাধারণ সম্পাদক সাগরী খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক সেলিম রেজা।


এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হুদা সোহেল ও লিয়াকত আলী, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আয়ুব আলী ও জরাল কসাই, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা, প্রবীণ বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন মহিলা দলের সহ-সভাপতি শাহারভানু, যুগ্ম সাধারণ সম্পাদক রেক্সোনা খাতুন, সাংগঠনিক সম্পাদক তহমিনা খাতুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গসংগঠন। গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে মহিলা দলের ভূমিকা অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে। তৃণমূল পর্যায়ে মহিলা দলকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া যে স্বপ্ন নিয়ে মহিলা দল গঠন করেছিলেন, তা বাস্তবায়নে সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস