চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফের নির্বাচন পরিচালনা করার জন্য গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির প্রথম সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভি জে স্কুল রোডস্থ দলীয় কার্যালয়ে শুরু হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা ও কমিটির প্রধান অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, সদস্যসচিব একরামুল হক, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা ওলামা দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্যসচিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা।
সভায় ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। মহল্লা থেকে শুরু করে জেলা পর্যন্ত বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের মধ্যে সমন্বয় করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়। প্রার্থী এবং সংগঠনের নেতা-কর্মীরা ইতিমধ্যেই অনেক কাজ করেছেন, এখন সুপরিকল্পিতভাবে কাজ করে নির্বাচনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
সমীকরণ প্রতিবেদক