পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা। অভিযানকালে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে দুটি ইটভাটাকে দোষী সাব্যস্ত করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এসবিআর ব্রিকসের মালিক মো. রফিকুল হালসনা এবং এমইউএস ব্রিকসের মালিক মো. ইলিয়াস বিশ্বাসকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রতিবেদক মেহেরপুর