শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফিক্সড চিমনি ও কাঠ ব্যবহারের দায়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৬ ইং
মেহেরপুরে ফিক্সড চিমনি ও কাঠ ব্যবহারের দায়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ‎পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা। ‎অভিযানকালে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে দুটি ইটভাটাকে দোষী সাব্যস্ত করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এসবিআর ব্রিকসের মালিক মো. রফিকুল হালসনা এবং এমইউএস ব্রিকসের মালিক মো. ইলিয়াস বিশ্বাসকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস