মেহেরপুরে ফিক্সড চিমনি ও কাঠ ব্যবহারের দায়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-01-16 ইং
মেহেরপুরে ফিক্সড চিমনি ও কাঠ ব্যবহারের দায়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ‎পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা। ‎অভিযানকালে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে দুটি ইটভাটাকে দোষী সাব্যস্ত করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এসবিআর ব্রিকসের মালিক মো. রফিকুল হালসনা এবং এমইউএস ব্রিকসের মালিক মো. ইলিয়াস বিশ্বাসকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)