শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চীন ও ভারতের ওপর ১০০% শুল্ক আরোপে ইউরোপীয় ইউনিয়নকে পরামর্শ ট্রাম্পের

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৫ ইং
চীন ও ভারতের ওপর ১০০% শুল্ক আরোপে ইউরোপীয় ইউনিয়নকে পরামর্শ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বৃদ্ধির বিকল্প নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাব দেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম দিনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতায়ও আগ্রহ দেখিয়েছিলেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, এ সপ্তাহেই কিংবা আগামী সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনা করছেন।


ওয়াশিংটনের অভিযোগ, চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা, যা মস্কোর অর্থনীতি ও যুদ্ধযন্ত্র সচল রাখতে সহায়তা করছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, যার মধ্যে রাশিয়ার সঙ্গে লেনদেনের জন্য ২৫ শতাংশ জরিমানা অন্তর্ভুক্ত ছিল। ইইউ জানালেও যে তারা রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাবে, তবু বর্তমানে তাদের প্রায় ১৯ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি এখনো রাশিয়া থেকে আসে। যদি ইইউ চীন ও ভারতের ওপর শুল্ক আরোপ করে, তবে সেটি রাশিয়াকে সরাসরি শুল্কের বদলে নিষেধাজ্ঞার মাধ্যমে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা হবে।


ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ট্রাম্পের এ প্রস্তাব আসে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বক্তব্যের পর। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ বাড়াতে প্রস্তুত, তবে এ জন্য ইউরোপীয় দেশগুলোর শক্ত সমর্থন প্রয়োজন। এরই মধ্যে সপ্তাহান্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রধান সরকারি ভবনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এটিকে ক্রেমলিনের আগ্রাসন হিসেবেই দেখা হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর দেশজুড়ে এটিই ছিল সবচেয়ে ভারী বিমান হামলা।


ইউক্রেন জানিয়েছে, রাশিয়া অন্তত ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় ডনবাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় নিহত হন ২০ জনের বেশি বেসামরিক লোক। তারা তখন পেনশন সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্প বলেন, পুরো পরিস্থিতি নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন এবং ক্রেমলিনের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেন। এর আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানের প্রতিশ্রুতি দিলেও পুতিন তা উপেক্ষা করেছেন। গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত শীর্ষ সম্মেলনও কোনো শান্তি চুক্তি ছাড়াই শেষ হয়।


এদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য বাধা দূর করতে আলোচনা চলছে বলে ট্রাম্প জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন। জবাবে মোদি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আলোচনা সফল হবে এবং দুই দেশ ‘ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার’। সূত্র : বিবিসি




কমেন্ট বক্স
notebook

নতুন নেতৃত্ব বাছাইয়ের অপেক্ষায় জামায়াত