শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় পূজা পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় খান বাবু

বিএনপি ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে উন্নয়ন
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় পূজা পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় খান বাবু

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ’র সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে পূজা পূর্ণমিলনী ও মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় আন্দুলবাড়ীয়ায় জেলা বিএনপি সভাপতির নিজ গ্রামের বাসভবনে এর আয়োজন করা হয়।  চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা উপজেলা, দর্শনা থানাসহ তিতুদহ, বেগমপুর ও গড়াইটুপি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।


জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জয়ন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদ হাসান খান বাবু। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করা হবে। কোনো জাতি বা গোষ্ঠীর বিভেদ নয়, সমাজে আমরা একে অপরের হয়ে থাকব।’


তিনি আরও বলেন, ‘মুসলমানরা যেমন ঈদগাহে নামাজ পড়ে সেখানে পাহারাদারের প্রয়োজন হয় না, তেমনি পূজার সময় মন্দির পাহারা দেওয়ারও দরকার নেই। এসব আমাদের সচেতনতার অভাব। আমরা যদি ভালো মনের মানুষ হই, তবে এগুলো দূর হয়ে যাবে।’ 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী।


অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী এলাকার ৫৬টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ফান্ডের সভাপতি উৎপল বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু হেমন্ত কুমার সিংহ রায়। এছাড়াও বাবু সুরেশ কুমার আগরওয়ালা, যাদব কুমার প্রামাণিক ও স্বপন চক্রবর্তী সভায় অংশ নেন।


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের নেতা পলাশ কুমার সাহা, জীবননগর উপজেলা কমিটির বাবু রমেন কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুশান্ত সাহা, সাবেক সভাপতি বিজয় কুমার হালদার, দর্শনা পৌর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বরূপ কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় গীতা পাঠ করেন পুরোহিত স্বপন চক্রবর্তী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু হেমন্ত কুমার সিংহ রায় ও বাবু নারায়ণ ভৌমিক। 



কমেন্ট বক্স
notebook

নতুন নেতৃত্ব বাছাইয়ের অপেক্ষায় জামায়াত