শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা দারুস সুন্নাহ মাদ্রাসায় ওয়াজ মাহফিল আজ

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
দামুড়হুদা দারুস সুন্নাহ মাদ্রাসায় ওয়াজ মাহফিল আজ

দামুড়হুদা দারুস সুন্নাহ মাদ্রাসায় আজ শনিবার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাগরিব নামাজের পর কলেজ রোড মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নাসির আহমাদ (গোপালগঞ্জ)। দ্বিতীয় বক্তা থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কালিয়াবকরী বালক-বালিকা কওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুস সুন্নাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাজী আব্দুল কাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোফাজ্জেল হোসেন বিশ্বাস। মাহফিল পরিচালনা করবেন মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন ও ক্যাশিয়ার হাজী মনিরুজ্জামান। আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত মাহফিলে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য পর্দার সাথে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

নতুন নেতৃত্ব বাছাইয়ের অপেক্ষায় জামায়াত