শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে জামায়াতের গণসংযোগে রুহুল আমিন

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
নেহালপুরে জামায়াতের গণসংযোগে রুহুল আমিন

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী এলাকা নেহালপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। দিনভর গণসংযোগ শেষে কৃষ্ণপুর দোস্ত বাজারে এক পথসভা করেন তিনি।


পথসভায় সভায় রুহুল আমিন বলেন, ‘জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের মৌলিক চাহিদাগুলো সবার আগে পূরণ করা হবে। মৌলিক চাহিদা আদায়ের জন্য কাউকে আর আন্দোলনে নামতে হবে না।’ তিনি আরও বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে বাংলাদেশে চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।’ এসময় তিনি ঘুষ-দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।


গণসংযোগ ও পথসভায় ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ, জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল ইসলাম, নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির লিটন মল্লিক, সহসভাপতি হাজী নুরুল আমিনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

নতুন নেতৃত্ব বাছাইয়ের অপেক্ষায় জামায়াত