বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও জীবননগরে দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

তরুণ উদ্যোক্তাদের আরও উৎসাহিত করার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও জীবননগরে দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

উদ্যোক্তা উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও কিশোর-কিশোরীদের সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা ও জীবননগরে পণ্য ও প্রযুক্তি মেলা এবং উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় আয়োজিত এসব কর্মসূচিতে আধুনিক কৃষি ও খাদ্যপ্রযুক্তি, স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য এবং ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উন্নয়ন ও সম্ভাবনার বার্তা তুলে ধরা হয়।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে মুক্তমঞ্চে দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়।


ফিতা কেটে মেলা উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন আয়োজক কমিটি এবং অতিথিবৃন্দ। পরিদর্শন শেষে জাতীয় সংগীত পরিবেশন এবং খামার থেকে থালা ভ্যালু চেইন বিষয়ক উদ্বোধনী ডিসপ্লে প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় ওয়েভ ফাউন্ডেশনের গভর্নিং বডির সহসভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। তিনি বলেন, ‘আজ এই মেলায় উদ্যোক্তারা যে সমস্ত পণ্য ও প্রজেক্ট নিয়ে এসেছে তা সত্যিই খামারিদের খুব উপকারে আসবে। এবং কিছু তরুণ উদ্যোক্তা রয়েছেন যারা তাদের নিজস্ব তৈরি পণ্যও এখানে প্রদর্শন করেছেন। আমার মনে হয় এই এই প্রদর্শনীগুলো আরো বৃহৎ আকারে করা উচিত। তবে যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছে তারা উৎসাহিত হবে। এবং যত উদ্যোক্তা বাড়বে তত কর্মসংস্থান ও বাড়বে দেশে বেকারত্ব কমে যাবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘আজকের অনুষ্ঠানের ডিসপ্লেটি ছিল চমৎকার। গ্রামীণ লোকজ ব্যবস্থা তুলে ধরেছে খুব সুন্দরভাবে এবং এখানে অনেক উদ্যোক্তাগণ এসেছে তাদের নিজস্ব পণ্য ও প্রযুক্তি নিয়ে। সকলকেই মনে হয়েছে তারা নিজ নিজ স্থান থেকে খুবই দক্ষ।


তিনি আরও বলেন, প্রশাসনকে অনুরোধ করব- এই উদ্যোক্তাদের লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যাতে সকল সুযোগ সুবিধা প্রদান করে এবং যারা উৎপাদনকারী আছেন তাদের কাছে অনুরোধ থাকবে পণ্যের মান যেন অক্ষুণ্ন থাকে। বাংলাদেশ ৩টা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কৃষি, গার্মেন্টস, ও রেমিট্যান্স। কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সামগ্রিকভাবে সর্বাত্মক যে-ধরনের সহযোগিতা দরকার আমি করব।’
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস ও উপ-পরিচালক জহির রায়হান। ওয়েভ ফাউন্ডেশনের যুগ্ম সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ম্যানেজার প্রোগ্রাম নিউট্রেশন স্পেশালিস্ট কপিল কুমার পাল, ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা ইরফান আলী ও তৌফিকুল অলম, মেহেরপুর বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান।


অনুষ্ঠানে মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ৪০জন উদ্যোক্তা বিভিন্ন পণ্য ও প্রযুক্তি নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।  মেলা শেষে শ্রেষ্ঠ তিনজন উদ্যোক্তার মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার গ্রহণ করেন দামুড়হুদার সাদ্দাম হোসেনের মিষ্টি বাড়ি, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্টের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন, তৃতীয় পুরস্কার গ্রহণ করেন শাহীন সুইট মুজিবনগর। এসময় সম্মাননা স্মারক গ্রহণ করেন ওয়েব ফাউন্ডেশনের গভার্নিং বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নিউটেশন স্পেশালিস্ট কপিল কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. শাহাবুদ্দিন, এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।


এদিকে, জীবননগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই মেলার আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবননগর স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণে নানামুখী আয়োজন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. নূর আলম, উথলী ইউনিয়ন প্রবীণ কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান এবং ইউনিয়ন যুব কমিটির সভাপতি মো. অমিত খাঁন।


উপজেলা কৈশোর ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল আলীম সজল। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. আক্তারুজ্জামান, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. হুমায়ন রশিদ পলাশ এবং সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. সোহেল রানা।
অনুষ্ঠানের অংশ হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, সাইকেল র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় অতিরিক্ত মাইকিংয়ে জনজীবন অতিষ্ঠ