বড়দিন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলামের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শফিউর রহমান টমা, বিএনপি নেতা আক্তারুজ্জামান লিটিল, শহিদুল ইসলাম, আসাদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিবেদক গাংনী