বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিএনপির চূড়ান্ত একক প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গার দুটি আসনে প্রার্থী শরীফ ও বাবু খান

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গার দুটি আসনে প্রার্থী শরীফ ও বাবু খান

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি ও ঝিনাইদহের চারটি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রার্থীদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনে মেহেদী হাসান রনি ও ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন জোট সঙ্গী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।


এদিকে, গতকাল বুধবার বিকেলে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত শরীফুজ্জামান শরীফ নিজেই মহাসচিবের স্বাক্ষরিত চিঠিটি বিভিন্ন স্থানীয় গণমাধ্যম ও নেতা-কর্মীদের কাছে পাঠান। এরপরই চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে দলে সক্রিয় ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতা শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়ায় প্রায় সব স্তরের নেতা-কর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন।


দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল হলো। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় গত কয়েক মাস ধরেই শরীফুজ্জামান শরীফ তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠ গুছিয়ে নিচ্ছিলেন। এবার চূড়ান্ত মনোনয়ন পাওয়ার মধ্যদিয়ে ভোটের মাঠ আরও জমে উঠবে বলে আশা করা হচ্ছে।


এদিকে, মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, দলীয় ঐক্য অটুট থাকলে চুয়াডাঙ্গার দুটি আসনেই এবার বিএনপির বিজয় সুনিশ্চিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বহুদিন পর বিএনপির এই ঘাঁটিতে নতুন করে প্রাণ ফিরছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় অতিরিক্ত মাইকিংয়ে জনজীবন অতিষ্ঠ