বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদীতে বিএনপির আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার হারদীতে বিএনপির আনন্দ মিছিল

‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ স্লোগানে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেশবপুর গ্রামে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির নেতৃত্বে আয়োজিত আনন্দ মিছিলটি কেশবপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, ৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জিয়াউর রহমান, শিলু মিয়া, ইজামুল হক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম, ওলামা দলের ওয়ার্ড সভাপতি কুরমান আলী, বিএনপি নেতা রওশন আলীসহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশ গণতন্ত্র থেকে বঞ্চিত। আজ যখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরার খবর মানুষ জানতে পারছে, তখন ঘরে ঘরে নতুন আশার আলো জ্বলে উঠেছে। তারেক রহমান মানেই গণতন্ত্র, তারেক রহমান মানেই মানুষের ভোটের অধিকার। এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তারা আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় অতিরিক্ত মাইকিংয়ে জনজীবন অতিষ্ঠ