বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শহিদ ওসমান হাদির স্মরণে চুয়াডাঙ্গায় গ্রাফিতি অঙ্কন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৫ ইং
শহিদ ওসমান হাদির স্মরণে চুয়াডাঙ্গায় গ্রাফিতি অঙ্কন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মৃতি স্মরণে চুয়াডাঙ্গায় দেওয়াল চিত্রে ফুটে উঠেছে তার প্রতিকৃতি। চলতি বছরের ১২ ডিসেম্বর হাদিকে গুলি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তারই স্মৃতি ধরে রাখতে এবং আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে গতকাল বুধবার সাধারণ শিক্ষার্থীদের উদ্দ্যোগে সকাল ১০টায় চুয়ডাঙ্গা শহরের কবরী রোডে কালেক্টর স্কুল এন্ড কলেজের দেওয়ালে ওসমান হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়। ৯ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর শেষ হয় এই গ্রাফিতি অঙ্কন। প্রতিকৃতিটি হাদির সাহস ও নির্ভিকতার পরিচয় বহন করছে, যা শহরবাসীকে ওসমান হাদির আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়।


চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মেজবাউর রহমান রনক ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শান্তনু ইসলাম অন্তুর রংতুলির সংমিশ্রণে চুয়াডাঙ্গার দেওয়ালে ফুটে ওঠে ওসমান হাদির প্রতিকৃতি। এসময় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওমায়ের হাসান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইবনে ইউসুফ আল সাফিন, শাহরিয়ার আলম মালিক রাফিন, অর্ণক বিশ্বাস প্রমুখ। 


এই সৃজনশীল চিন্তা ধারার শিক্ষার্থীরা জানায়, ‘আমরা হাদি ভাইয়ের স্মরণে এই গ্রাফিতি অঙ্কন করেছি। হাদি ভাই খুব অল্প সময়ে দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার কণ্ঠ ছিল প্রতিবাদী কণ্ঠস্বর। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। জুলাই আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা ছিলেন তিনি। পরবর্তী প্রজন্ম যাতে তাকে মনে রাখে এবং তার চেতনা ধরে রাখতে পারে, আমরা সেই জন্য এই দেওয়াল চিত্রটি এঁকেছি।’



কমেন্ট বক্স
notebook

দর্শনায় অতিরিক্ত মাইকিংয়ে জনজীবন অতিষ্ঠ