বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ‘মহিউদ্দিন একাডেমি’র দ্বিতীয় বর্ষপূর্তি ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ‘মহিউদ্দিন একাডেমি’র দ্বিতীয় বর্ষপূর্তি ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

আলমডাঙ্গা উপজেলার কামালপুরে অবস্থিত ‘মহিউদ্দিন একাডেমি’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণ ও কোরআনে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত একাডেমি ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আলমডাঙ্গার কৃতী সন্তান এবং ইংল্যান্ড প্রবাসী মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শিব্বির আহমেদ আজহারী, শায়খুল হাদিস দারুল আকরাম এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আবু জাবের আজহারী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সহসভাপতি মো. জনির উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, ‘একটি গ্রামে এত বড় ও বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান দেখে আমি সত্যিই অভিভূত। ইসলামভিত্তিক যে কারিকুলাম এখানে চালু করা হয়েছে, তা অনেক এলাকার জন্য একটি অনুকরণীয় মডেল হতে পারে।’ তিনি প্রতিষ্ঠাতা মহিউদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, একাডেমির উন্নয়নে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে তা নিশ্চিত করা হবে।


প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহিউদ্দিন বলেন, ‘ইসলামকে ভিত্তি করে আধুনিক ও বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু রাখাই আমাদের লক্ষ্য। এখানে বাংলা, আরবি ও ইংরেজি- এই তিনটি বিষয়ই বাধ্যতামূলক। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ও কম্পিউটার দক্ষতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সমানভাবে এগিয়ে যেতে পারবে। কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি কর্মমুখী ভোকেশনাল শিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।’


অনুষ্ঠানে ছয়জন কোরআনে হাফেজ শিক্ষার্থীকে ‘কোরআনের পাখি’ উপাধিতে সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। হাফেজ শিক্ষার্থীরা হলেন- আলমডাঙ্গার বাবুপাড়ার কালাম জোয়ার্দারের ছেলে হাফেজ ইব্রাহিম খলিল, স্টেশনপাড়ার জহুরুল ইসলামের ছেলে হাফেজ আব্দুল্লাহ হাসিব, সোহাগ মোড়ের শাহজাহান আলীর ছেলে হাফেজ আল সাহাবির জাহান শোয়াইব, বাবুপাড়ার আনিছুর রহমানের ছেলে, হাফেজ আশহাদ নাহিন, পার আলমডাঙ্গার মানোয়ার হোসেনের ছেলে হাফেজ মাহবুব হুসাইন মারুফ ও মিয়াপাড়ার কামাল হোসেনের ছেলে হাফেজ সোয়াইব সানভী।


অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ছয়জন হাফেজ জাতির জন্য অমূল্য সম্পদ। মহান আল্লাহ যেন তাঁদের দীনি জীবনকে কবুল করেন এবং ইসলামের উচ্চতর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন- এ কামনা করেন তাঁরা।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় অতিরিক্ত মাইকিংয়ে জনজীবন অতিষ্ঠ