বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতা-কর্মীদের উচ্ছ্বাস

চুয়াডাঙ্গা থেকে ঢাকার পথে হাজার হাজার নেতা-কর্মী

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা থেকে ঢাকার পথে হাজার হাজার নেতা-কর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে চুয়াডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। জেলার চার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকট থাকলেও চুয়াডাঙ্গা জেলা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী ঢাকায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে আগেভাগেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছে আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান করছেন।


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন জানান, চুয়াডাঙ্গা-২ আসন থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বাস ও ২৫-৩০টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, পরিবহন সংকট থাকলেও নেতা-কর্মীদের উদ্দীপনায় কোনো ঘাটতি নেই। সবাই নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করছেন।


চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বলেন, চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১৫টি বাস এবং ২০ থেকে ৩০টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। এসব যানবাহন আগামী ২৪ ডিসেম্বর (আজ) ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এর বাইরে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিজ উদ্যোগে যাত্রা করছেন।


জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার দেশে ফেরা উপলক্ষে তৃণমূল পর্যায় পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।


চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, ‘তারেক রহমান ছাত্রসমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক। তার দেশে ফেরা উপলক্ষে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করছে। অনেকেই আগেভাগেই ঢাকায় পৌঁছে গেছেন।’



কমেন্ট বক্স
notebook

দর্শনায় অতিরিক্ত মাইকিংয়ে জনজীবন অতিষ্ঠ