একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশের জন্য যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী, জেলা বিএনপি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, জনগণের ভোটেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মাহমুদ হাসান খান বাবু বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার একটি নতুন বাংলাদেশের পথে দেশ এগোচ্ছে। আসন্ন জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং দিনের ভোট দিনে শেষ হবে।
তরুণ ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপি ক্ষমতায় এলে তরুণদের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়ানো হবে। তিনি চুয়াডাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাসও দেন। উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বাবু বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে চুয়াডাঙ্গা-২ আসনের দীর্ঘদিনের অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, সড়ক যোগাযোগ, কৃষি ও ক্রীড়া খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। দামুড়হুদা ও জীবননগর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সংসদীয় এলাকা গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক