শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কম্বোডিয়া ফেরত যুবকের মৃত্যু

স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা? লাশ ময়নাতদন্তে
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় কম্বোডিয়া ফেরত যুবকের মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের কম্বোডিয়া ফেরত মোহর আলীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান। নিহত মোহর আলী মাধবপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে। এদিকে, তার মৃত্যু নিয়ে গ্রামবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। 


জানা গেছে, প্রায় এক বছর আগে সাড়ে ৫ লাখ টাকা খরচ করে কম্বোডিয়ায় পাড়ি জমান মোহর। সেখানে ৮ মাস অবস্থানের পর তার পেটে আলসার ‘ঘা’ ধরা পড়ে। চিকিৎসা নিতে গেলে মেডিকেল কর্তৃপক্ষ তাকে আনফিট ঘোষণা করে দেশে পাঠিয়ে দেয়। চার মাস আগে দেশে ফেরার পর অর্থকষ্টে জর্জরিত হয়ে হতাশায় ভুগছিলেন তিনি। এরই মধ্যে গতকাল সকালে কুষ্টিয়ার মাঝেরপাড়া শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কুষ্টিয়ার ঝাইদিয়া বাজার এলাকায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মোহর আলী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত মোহরের স্ত্রী জানান, ১ বছর আগে মোহর আলীর সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের পর সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিদেশে যাওয়ার পর থেকে তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে। ৪ মাস আগে তিনি দেশে ফিরে আসেন কিন্তু কাজকর্ম না থাকায় দুশ্চিন্তায় থাকতেন মোহর। সকালে খাওয়া দাওয়ার পর তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। এর বেশকিছু সময় পরে স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান মোহর মারা গেছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, তিনি হয়ত বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পরিবার থেকেও জানানো হয়েছে, বিদেশ ফিরে আসার পর থেকে তিনি অন্যমনস্ক থাকতো। আর্থিক দুঃসময়ের বোঝা, সংসারের অশান্তি আর পেটের যন্ত্রণার কারণে তিনি আত্মহত্যা করেছেন অনেকের ধারণা। হঠাৎ করে পড়ে গিয়ে তার মৃত্যুর বিষয়টি গ্রামবাসীর অনেকের কাছে রহস্যের।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, কিছুটা সন্দেহের কারণে লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। শনিবার (আজ) লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।



কমেন্ট বক্স
notebook

নতুন নেতৃত্ব বাছাইয়ের অপেক্ষায় জামায়াত