শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, ৮ বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে রাজাপুর গ্রামের একটি আমবাগান থেকে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বেলা ২টার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/এমপি সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের ছাগল ফার্মের পাশ থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া একইদিন সন্ধ্যা ৬টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে রুমান চন্দ্র দাস (২৮), এক নারী ও এক শিশুসহ তিনজন বাংলাদেশীকে আটক করে বিজিবি।


এছাড়া রাত ৯টা ২০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনাকালে কাজী আছাদ উল্লাহ (৪৪) ও এক নারীকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুল হোসেন (৪৮), এক নারী ও এক শিশুসহ তিনজনকে আটক করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জমা করা হবে এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

নতুন নেতৃত্ব বাছাইয়ের অপেক্ষায় জামায়াত