চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নির্বাচনকে ঘিরে দর্শনা পৌর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। ১৩টি পদের বিপরীতে ২৭৫ জন ভোটারের মধ্যে ২৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি ১৪ জন ভোটার বাইরে থাকার কারণে ভোট দিতে পারেননি। ২২ জন প্রার্থীর মধ্যে ভোটগ্রহণ শেষে সভাপতি পদে সাইফুল ইসলাম (বাইসাইকেল মার্কা) ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাইল হোসেন (হাতুড়ি মার্কা) পেয়েছেন ৮৬ ভোট।
সহসভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে হুমায়ুন কবীর (মাছ মার্কা) ১৪৭ এবং মোশাররফ জোয়াদ্দার (হাতি মার্কা) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রার্থী কাজল আহম্মেদ আব্বাস পেয়েছেন ৮৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ (ট্রাক মার্কা) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুল আলম (কুঁড়েঘর মার্কা) পেয়েছেন ৬৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে ইকবাল হোসেন শিপন (দোয়াত-কলম মার্কা) সর্বোচ্চ ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ (রিকশা মার্কা) পেয়েছেন ৪৪ ভোট। সহ-সম্পাদক পদে মোঃ আসলাম (ফুটবল মার্কা) ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম (মই মার্কা) পেয়েছেন ৫৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল জলিল (গোলাপফুল মার্কা) ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী ফিরোজ আলী (মোটরসাইকেল মার্কা) পেয়েছেন ৬৩ ভোট। প্রচার সম্পাদক পদে একজন প্রার্থী সানোয়ার হোসেন (মাইক মার্কা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে শ্রী পার্থ প্রতিম শিকদার (মোবাইল মার্কা) ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস হোসেন (কলস মার্কা) পেয়েছেন ৫৪ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহিন আলম (রকি) (মোরগ মার্কা), সাহেব আলী (হুইলরেঞ্জ মার্কা), জীবন হোসেন (টুপি মার্কা) ও নাজমুল হোসেন (টিউবওয়েল মার্কা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আনোয়ার হোসেন।
তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রম পরিচালনায় কমিটির সদস্য হাজী লিটন ও আব্দুল লতিফসহ তার সহযোগীরা নিরলসভাবে কাজ করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আনোয়ার হোসেন বলেন, ‘সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। ট্রাক ও ট্র্যাংলারি দর্শনা শাখার শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিককে ধন্যবাদ জানাই, তারা আমার পরিচালনায় সহযোগিতা করেছেন।’
দর্শনা অফিস