ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুদায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজীম ও বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী সাজীদা আহমেদ। প্রধান অতিথি ঝিনাইদহ ক্যাডেট কলেজে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম ছেবাজুজ্জামান। পরে অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। এবারের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হুনাইন হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, সারা বছরের পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের ধারাবাহিকতায় খায়বার হাউস সার্বিক চ্যাম্পিয়ন এবং হুনাইন হাউস রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্যাডেটসহ অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। তিনি তাঁর বক্তব্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাডেটদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দৈনন্দিন কার্যক্রমে কঠোর অনুশীলনের জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে এই আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩৩টি ইভেন্টে অংশগ্রহণ করে।
ঝিনাইদহ অফিস