ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগরে মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আবাদকৃত গ্রীষ্মকালীন পেঁয়াজের ওপর এক ‘কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আনন্দবাস গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জীব মৃধা। বিশেষ অতিথি হিসেবে কারিগরি দিক ও মাঠ পর্যায়ের সাফল্য তুলে ধরেন অতিরিক্ত উপ-পরিচালক জেসমিন ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন।
মাঠ দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় প্রায় ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এসময় কর্মকর্তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন, অফ-সিজনে পেঁয়াজের চাহিদা মেটাতে এবং বাজারে ঘাটতি পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। সরকার এই প্রকল্পের আওতায় কৃষকদের বীজ, সার ও কারিগরি সহযোগিতা প্রদান করছে যাতে দেশে পেঁয়াজ আমদানির নির্ভরতা কমে আসে। অনুষ্ঠানে প্রদর্শনী প্লটের ফলন দেখে উপস্থিত কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরাসরি নিয়োজিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার হাসানুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার ইখলাস উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার রোকসানা আক্তার। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃষকদের সাথে নিয়ে আবাদকৃত পেঁয়াজ খেত পরিদর্শন করেন।
এসময় উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। সরকারের এমন উদ্যোগে এলাকায় পেঁয়াজ চাষের পরিধি আগামীতে আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
