দামুড়হুদা প্রেসক্লাবের দুই সদস্যের স্বজনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-01-16 ইং
দামুড়হুদা প্রেসক্লাবের দুই সদস্যের স্বজনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদা প্রেসক্লাব পরিবারের জন্য একই দিনে দুটি শোকাবহ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের দুই সদস্যের স্বজন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজের নানা দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল ওহাব বার্ধক্য ও অসুস্থজনিত কারণে এবং প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার হাউলী ইউনিয়ন প্রতিনিধি মো. আনারুল ইসলামের পিতা মোহাম্মদ হোসেন আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন।
এই দুই শোকাবহ ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল (তানজির) স্বাক্ষরিত পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং উভয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য্য ধারণের তাওফিক দান করেন আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)