ছবির ক্যাপশন:
জীবননগরে ৬৫ লাখ টাকার স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া-জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া নামক স্থানে জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। স্বর্ণসহ আটক ব্যক্তির নাম মো. মাহাবুল হোসেন (৪২)। তিনি জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে গোয়ালপাড়া-জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া নামক স্থানে জাকা মোল্লার ইট ভাটার পূর্ব পাশে পাকা রাস্তার ওপর হতে মো. মাহাবুল হোসেনকে ৩ পিস স্বর্ণের বার ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করার সময় একটি মোটরসাইকেল ও মোবাইল সহ আটক করা হয়। ৩ পিস স্বর্ণের বারের ওজন ৩৪৯.৪৯ গ্রাম যার সিজার মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। আটককৃত স্বর্ণ, মোবাইল এবং মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা। আটককৃত আসামিকে মোটরসাইকেল ও মোবাইলসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
