চুয়াডাঙ্গায় ২৬০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ নারী আটক

আপলোড তারিখঃ 2025-10-03 ইং
চুয়াডাঙ্গায় ২৬০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ নারী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য প্যাথেডিন ইনজেকশনসহ এক নারী আটক হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্যাথেডিনসহ আটককৃত নারী দামুড়হুদার জয়রামপুর গাতিরপাড়ার লাবলুর মেয়ে লাবনী খাতুন (৩০)।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল জেলা গোয়েন্দা শাখার এএসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই আরিফুল ইসলাম, এএসআই মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালান। অভিযানে গাতিরপাড়ার পাকা রাস্তা থেকে লাবনীকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৬০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে জব্দ করা হয়। গতকালই আটককৃত লাবনীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)